নাটুয়ার পাড়া ইউনিয়নে
যোগাযোগ ব্যবস্থা মধ্যে রয়েছে জল /স্থল পথ ।
এখানে ৩ কিলমিটার পাকা ৫.২ কিলো মিটার কাচা রাস্তা আছে
এবং প্রায় ৬কিলো মিটার নদী পথ রয়েছে ।
।
সিরাজগঞ্জ জেলার অন্তরগত কাজিপুর উপজেলাধীন চরাঞ্চলের মধ্যবর্তি কড়াল গ্রাসী যমুনা নদী দ্বারা দ্বিধাবিভক্ত ভৌগলিক সীমানা বেষ্টিত নাটুয়ার পাড়া ইউনিয়নের অবস্থান। ইউনিয়নটির উত্তরে ১২নং মনসুরনগর ইউনিয়নের দক্ষিন সীমানা দক্ষিন তেকানি,পূর্বে চরগিরিশ ইউনিয়ন,দক্ষিনে তেকানি ইউনিয়নের উত্তর সীমানার পানাগাড়ী গ্রাম এবং পশ্চিমে যমুনা নদী ইউনিয়নের অনেক অংশ নদীর মধ্যে ।ইউনিয়ন টির উত্তরে ঘোড়াগাছা গ্রাম টি বন্যার দিনে যেতে নৌকা দিয়ে যেতে হয়। ইউনিয়নের শিক্ষা,কৃষি,চিকিৎসার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার সমসাময়িক অবস্থা বিদ্যমান। এলাকার ভৌগলিক অবস্থানের ভিত্তিতে গ্রামীন সড়কে রিকশা ,ভ্যান,শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি এবং বর্ষাকালীন সময়ে নৌকায় যাতায়াত করিতে হয়। এক্ষেত্রে স্থানীয় জনসাধারনের দৈনন্দিন চলাচলের তেমন কোন জটিল প্রভাব পরে না কিন্তু জরুরী চিকিৎসার প্রয়োজনে,জেলা ও উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে অধিক সময় ও অর্থ ব্যয় করতে হয়। জেলা,উপজেলা সদর ও পার্শ্ববর্তি এলাকা হতে নাটুয়ার পাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম পর্যায় গমন ও বহির্গমনের ক্ষেত্রে বিচিত্র ও অর্থ ব্যয়ের অভিজ্ঞতায় পরতে হয়।নাটুয়ার পাড়া হইতে রিকশা,ভ্যান,ভটভটি ও মটর সাইকেলযোগে ঘাট হইতে নৌকায় মেঘাই ঘাটে নামিয়া তিন কিলোমিটার দুরে উপজেলা সদর ও এক কিলোমিটার দুরে থানায় যাওয়া যায় এবং একই পথে মেঘাই বাজার হইতে দক্ষিন দিকে সিরাজগঞ্জ জেলা সদর হইয়া রাজধানী ঢাকা এবং পশ্চিম দিকে শেরপুর,বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যায়। ইউনিয়নের অভ্যান্তরিন সড়ক যোগাযোগের মধ্যে নাটুয়ারপাড়া ইউনিয়নের পূর্ব প্রান্ত গুলের মোড় হতে চরগিরিশ,ভেটুয়া মোড় হইয়া নিশ্চিন্তপুর ইউনিয়নে যাতায়াত করা যায়। একই ভাবে ভেটুয়া মোড় হইতে নৌকা যোগে তারাকান্দী সারকারখানা,পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট,সরিষাবাড়ী হইয়া দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা যায়। ভেটুয়া মোড়ের নৌকাঘাট পার হইয়া পূর্ব প্রান্তের চরডগলাশ,সিন্দুর আটা চরের মধ্য দিয়া রঘুনাথপুর বাজার হইয়া সরিষাবাড়ী সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা যায়। হলে এভাবেই আসতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS